আন্তর্জাতিক ডেস্ক ।। এশিয়ার দেশ ব্রুনাই। বোর্নো দ্বীপে অবস্থিত রাষ্ট্রের অধিকাংশই মুসলিম। যুক্তরাজ্যে থেকে স্বাধীনতা অর্জন করা ব্রুনাই সাংবিধানিকভাবে একটি মুসলিম দেশও। তেল সমৃদ্ধ ছোট্ট এ দেশটির সুলতান হাসানাল বলকিয়াহ সোমবার ঘোষণা দিয়েছেন, তার দেশের কেউ যদি বড়দিন (ক্রিসমাস ডে) পালনের পরিকল্পনা করেন, তাহলে তার পাঁচবছরের জেল হবে, সঙ্গে জরিমানাও গুনতে হবে।
তবে অন্য ধর্মের লোকেরা এটি পালন করতে পারবেন, কিন্তু জনসমক্ষে নয়, ঘরে মধ্যে চুপেসারে, নিজেদের কমিউনিটির মধ্যে। সুলতানের এ সিদ্ধান্তের ফলে খ্রিস্টানদের ধর্মীয় এ ছুটির দিনটি মাটি হতে পারে বলে আশঙ্কা করেছে। সুলতান ওই ঘোষণায় বলেন, ‘কোনো মুসলিম বড়দিন পালন করলে বা কোনো অমুসলিম জনসমক্ষে দিনটি পালন করলে দীর্ঘমেয়াদি জেল খাটতে হবে।’ ৪ লাখ ২০ হাজার লোকের দেশে ৬৫ শতাংশের বেশি মুসলিম আর ২০ শতাংশ মানুষ বুদিস্ট ও খ্রিস্টান। খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের কমিউনিটির মধ্যে দিনটি পালন করতে পারবেন। তবে সেটা পাবলিক প্লেসে করা যাবে না। উৎসব আয়োজনের কোনো পরিকল্পনাও প্রকাশ করা যাবে না। দেশটির ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, মুসলিম সম্প্রদায়ের বিশ্বাসে আঘাত হানতে পারে এমন অতিরিক্ত ও খোলাখুলি বড়দিনের উৎসব নিয়ন্ত্রণে আমরা বিশেষ এ পদক্ষেপ নিয়েছি। দেশটিতে মুসলিদের মধ্যে অন্য ধর্মের লোকদের প্রচারণা কিংবা কোনো ধর্মীয় সভা আয়োজন করা দেশটির দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বোনিং বুলেটিন নামের স্থানীয় এক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বড়দিন উপলক্ষে দেশটিতে ক্রিসমাস ট্রি বানানো, উপহার বিতরণ ও ধর্মীয় সঙ্গীত পরিবেশন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।