দিল্লিতে বিএসএফের বিমান বিধ্বস্ত, নিহত ১০ আরোহী

bmnজাতীয় ডেস্ক ।। ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নিকট সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি বিমান মঙ্গলবার সকালে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে। বিএসএফের ওই এয়ারক্রাইফটে ১০ জন আরোহী ছিল। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বিমানটি আধা সামরিক টেকনিশিয়ানদের বহন করছিল। প্রাথমিকভাবে বলা হয়েছে, দিল্লি এয়ারপোর্ট থেকে পাঁচ কিলোমিটার দূরে দাওয়ারকারের ভাদপোলা গ্রামের একটি উঁচু ওয়ালে ওপরে আছড়ে পড়ে বিমানটি। এরপর সেটাতে আগুন লেগে যায়। দিল্লি দক্ষিণ-পশ্চিমের যুগ্ম পুলিশ কমিশনার দ্বীপ্রেন্দ্র পাঠক পিটিআইকে প্রথমে জানিয়েছিলেন, ধ্বংসস্তূপ থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে।’ তবে বিএসএফের আরেকটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এ পর্যন্ত জিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ রাজনাথ সিং জানান, আরোহী ১০ জনের সবাই মারা গেছেন। খবরে বলা হয়েছে বেশ কয়েকটি দমকল বাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছেছে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে খবরে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*