জাতীয় ডেস্ক ।। কিশোর অপরাধ আইন কঠোরতর করছে ভারত। ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধের জন্য ১৬ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের প্রাপ্তবয়স্কদের মতো করেই বিচারের সম্মুখীন করার বিষয়ে অনুমোদন দিয়ে সংসদে মঙ্গলবার একটি বিল পাশ হয়েছে। বর্তমানে ভারতে ১৮ বছরের নিচে যেকোনো ব্যক্তির যেকোনো অপরাধের সর্বোচ্চ দণ্ড হলো সংশোধনাগারে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড।
২০১২ সালে চাঞ্চল্যকর দিল্লি গণধর্ষণের ঘটনায় সর্বকনিষ্ঠ ও একমাত্র কিশোর ধর্ষক রোববার তিন বছরের দণ্ড শেষে মুক্তি পাওয়ার পরপরই আইনটির পরিবর্তনের বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে। আইনটি পরিবর্তনের জন্য দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিলেন নিহত ধর্ষিতা জ্যোতি সিংইয়ের বাবা-মাসহ আরো অনেকে। বিবিসি জানিয়েছে, কিশোর অপরাধ বিলটি ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পাশ হয়েছে মঙ্গলবার। নিম্নকক্ষ লোকসভায় বিলটি অনুমোদিত হয়েছিল গত মে মাসে। আইন হিসেবে কার্যকর হতে বিলটিতে এখন কেবল রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন, যা সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, নিছকই আনুষ্ঠানিকতা। তবে নতুন এই আইন সদ্য মুক্তি পাওয়া ধর্ষকের ক্ষেত্রে ২০১২ সালের ঘটনার জন্য প্রযোজ্য হবে না। ভবিষ্যতে কিশোর অপরাধের ক্ষেত্রে ষোলোর্ধ্ব যেকোনো ব্যক্তির বিচার এই আইনের অধীনে হবে।