দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২২ ডিসেম্বর ।। আগরতলা পুর নিগমের ভোটে বামফ্রন্টের বিশাল জয়কে বামফ্রন্ট নেতৃবৃন্দ মানুষের জয় হিসেবেই বিবেচনা করেছেন। দলের কর্মী সমর্থকদের ভোটের সঙ্গে শহরবাসীরাও যে দলীয় প্রতীকে ভোট দিয়েছেন – সেই হিসেবই বামফ্রন্টকে বিপুল জয় এনে দিয়েছে বলাই বাহুল্য। আগরতলা পুর নিগমের সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল জনরায়ের পরে শপথের পর্ব শেষ বাকী রয়েছে বিজয় সমাবেশ। বুধবার, শহরের জয়ের পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দ ময়দানে বামফ্রন্টের বিজয় সমাবেশ। শহরের রাস্তায় চলছে বিজয় দিবসের বার্তায় জোরদার প্রচার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিজয়ের নেপথ্যের কারিগর রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।