জাতীয় ডেস্ক ।। পূর্ব দিল্লির কড়কড়ডুমা আদালতের ভিতরই গুলিবৃষ্টি। বিচারাধীন বন্দিকে লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি দুষ্কৃতীদের। মৃত ১ কনস্টেবল। গুরুতর আহত বিচারাধীন বন্দি সহ তিন পুলিশকর্মী। তল্লাশি চালিয়ে চার দুষ্কৃতীকেই গ্রেফতার করেছে পুলিশ।
ভরা এজলাসে অন্য দিনের মতোই চলছিল কাজকর্ম। বিচারক, আইনজীবী, মুহুরি, সকলেই যে যার কাজে ব্যস্ত। কিন্তু, বিচারাধীন বন্দিকে নিয়ে পুলিশ ঢুকতেই মুহূর্তে বদলে গেল ছবিটা! ভরা এজলাসের ভিতর থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে এল গুলি! রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন বিচারাধীন অভিযুক্ত সহ চারজনই!
বুধবার সকালে এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল পূর্ব দিল্লির কড়কড়ডুমা আদালত। এদিন সকাল এগারোটা নাগাদ এক বিচারাধীন বন্দিকে আদালতের ৭৩ নম্বর এজলাসে নিয়ে আসেন তিন পুলিশকর্মী। প্রত্যক্ষদর্শীদের দাবি, এজলাসে ঢুকতেই তাদের লক্ষ্য করে উড়ে আসে একের পর এখ গুলি। দেখা যায়, আদালতের যেদিকে লোকজন বসেন, সেখান থেকে চারজন ওই বিচারাধীন বন্দি এবং তাকে ঘিরে থাকা পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে।
গুলি খেয়ে এজলাসের মধ্যেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিচারাধীন বন্দি সহ চার পুলিশকর্মী। আতঙ্কে শুরু হয়ে যায় ছুটোছুটি। তার মধ্যেই সেখান থেকে চম্পট দেয় চার দুষ্কৃতী। এই ঘটনার পর বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছোয়। তাঁরাই আহতদের হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, ততক্ষণে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। বিচারাধীন বন্দি সহ বাকিদের আবস্থা আশঙ্কাজনক।
কর্মীরাই প্রশ্ন তুলছেন, আদালতের মতো জায়গায় নিরাপত্তা যে কতটা ঢিলেঢালা জায়গায় পৌঁছেছে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এদিনের ঘটনা! চার দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় একেবারে এজলাস পর্যন্ত চলে গেল, অথচ তাদের ধরার মতো নজরদারিটুকু সেখানে নেই!
বুধবারের ঘটনার পর আদালত চত্বরে কড়া নজরদারি মোতায়য়েন করা হয়েছে। কিন্তু, অনেকে বলছেন, এই তৎপরতা চিরস্থায়ী তো? বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। কেন তারা বিচারাধীন বন্দিকে লক্ষ্য করে গুলি চালাল, তাদের কেউ পাঠিয়েছে কিনা, জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তথ্যসূত্র – এবিপি নিউজ।