আগরতলা পুর নিগম জয়ের সমাবেশ স্বামী বিবেকানন্দ ময়দানে

cmদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৩ ডিসেম্বর ।। নতুন বছরে পদার্পণের আর মাত্র কয়েকটা দিন বাকী, ২০১৫ সালে বামফ্রন্টের বিসেষ প্রাপ্তির হিসেব যখন ২০১৬ সালে করা হবে তখন নিশ্চিৎভাবেই তালিকার উপর দিকে থাকবে আগরতলা পুর নিগম দখলের ঘটনা। সেই বিজয়ের উৎসব বুধবার উদযাপিত হয়েছে স্বামী বিবেকানন্দ ময়দানে। বিজয় উৎসবে সামিল হওয়ার আহ্বানে ঝড়ো প্রচার চলেছে শহরের এ cm.jpg1প্রান্ত থেকে ওপ্রান্তে। স্বামী বিবেকানন্দ ময়দানের সমাবেশে মূখ্য বক্তা ছিলেন মূখ্যমন্ত্রী, উপস্থিত ছিলেন CPI(M) সহ শরিক দলের নেতৃবৃন্দ। সমাবেশের ভাষনে মূখ্যমন্ত্রী বিজয়ীদের উদ্দেশ্যে উপদেশের সঙ্গে সতর্কবার্তায় বলেছেন পাঁচ বছরের হিসেবে নয় কাজে নেমে পড়তে হবে পাঁচ দিনের হিসেবকে সামনে রেখে। বিজয়ীদের উদ্দেশ্যে মূখ্যমন্ত্রী আরো বলেন, মানুষের কাজে বিরাগভাজন কোনো মতেই কাম্য নয়, এলাকার সার্বিক বিকাশে ছোটদের জন্য বড়দের ভাবনা এবং সর্বোপরি সকলের মতামতের উপর গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান। বিজয় সমাবেশে যোগদানের পথে অনেকেই আবিরে আবিরে আনন্দে মেতেছেন, কোথাও দেখা গেছে ছোট মিছিলের সঙ্গে বাজছে ব্যান্ড পার্টি, সামনে মুখে চওড়া হাসিতে পদব্রজে নব বিজয়ী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*