নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর ।। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সন্ধ্যা ৬টায় অক্ষর পাবলিকেশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় রাজ্যের বিশিষ্ট ককবরক লেখক স্নেহময় রায় চৌধুরীকে। কুমুদ কুন্ডুচৌধুরী স্মৃতি সন্মান – ২০১৫ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা। অক্ষর পাবলিকেশন আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট ককবরক লেখক স্নেহময় রায় চৌধুরীর হাতে স্মারক তুলে দিয়ে সংবর্ধিত করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা।