জাতীয় ভোক্তা দিবস পালিত মাতঙ্গিনী প্রীতিলতা প্রেক্ষাগৃহে

ছবি – তথ্য দপ্তর।
ছবি – তথ্য দপ্তর।

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর ।। জাতীয় ভোক্তা দিবস ২০১৫ উপলক্ষে বৃহস্পতিবার মাতঙ্গিনী প্রীতিলতা প্রেক্ষাগৃহে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। এই আলোচনাচক্রের উদ্বোধন করেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। উল্লেখ্য, ১৯৮৬ সালে ২৪শে ডিসেম্বর দেশে ক্রেতা সুরক্ষা আইন প্রনয়ন হয়। উদ্বোধক তথা প্রধান অতিথির ভাষনে ভানুলাল সাহা বলেন, জিনিষপত্রের গুনমান, দ্রব্য সামগ্রীর প্রস্তুত ও মেয়াদ উত্তীর্ণের বিষয়ে ভোক্তাদের আরও সচেতন হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, দপ্তরের প্রধান সচিব এস কে রাকেশ সন অন্যান্যরা। খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তর, পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং আগরতলা পুর নিগম আয়োজিত এই আলোচনা চক্রের ভাবনা ছিল “নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহন করুন, খাদ্যে ভেজাল থেকে সতর্ক থাকুন”।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*