দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৬ সেপ্টেম্বর ।। মাঝখানে শুধু বাকী কয়েকটা দিন, সর্বত্র দশভূজার বন্দনার আয়োজনের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। শহরের পথে গাড়ী চড়ে মহিষাসুর মর্দিনী পুরো পরিবার চলছেন পূজো প্যান্ডেলে এই ছবি এখন প্রাত্যহিক। আকাশের বু কে ছেয়ে আছে কালো মেঘে চিন্ময়ী মাকে বৃষ্টি থেকে রক্ষা করতে প্লাষ্টিক আচ্ছাদন দিয়ে ঢেকে দেয়া হয়েছে। মায়ের ভক্ত থেকে পূজো আয়োজকরা আকুল প্রার্থনা জানাচ্ছেন বৃষ্টি থামুক, মাতৃ বন্দনার দিন গুলো হয়ে উঠুক সূর্যস্মাত।