নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর ।। গোটা দেশের কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কংগ্রেস পালন করেছে কংগ্রেসের ১৩০তম বর্ষে পদার্পনের দিনটিকে। সোমবার, ১৩০তম বর্ষের অঙ্গ হিসেবে পোষ্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পোষ্ট অফিস চৌমুহনীর রাজ্য কংগ্রেসের কার্যালয়ে কর্মী, সমর্থক, নেতৃবৃন্দের উপস্থিতিতে মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষ চন্দ্র বসু এবং দেশের প্রথম তথা প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শেদ্ধাঞ্জলী জানানো হয়েছে। কংগ্রেসের ১৩০তম প্রতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, কার্যকরী সভাপতি আশিষ কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী সহ কংগ্রেসের বিভিন্ন শাঁখা সংগঠনের সদস্যরা এবং নেতানেত্রিরা।