রাজীব সাহা, আগরতলা, ২৯ ডিসেম্বর ।। আরক্ষা প্রশাসন, TSR দ্বিতীয় ব্যাটেলিয়ানের তৎপরতায় প্রচুর গাঁজা গাছ নষ্ট করা হয়েছে পশ্চিম নোয়াগাও কেবরাম পাড়ায়। মঙ্গলবার সকালে SDPO সদর, SDM জিরানিয়া, রাণীর বাজার পুলিশ, চম্পকনগর ও মান্দাই থানার ও সি এবং TSR দ্বিতীয় ব্যাটেলিয়ান একত্রে হানা দিয়ে প্রায় ৬০০ থেকে ৯০০ গাঁজা গাছ নষ্ট করা হয়েছে। পরে গাছ গুলিয়ে জ্বলানো হয়।