শুধুমাত্র ইসরায়েলকে ভয় পায় আইএস

isআন্তর্জাতিক ডেস্ক ।। একের পর এক হামলা চালিয়ে বিশ্ব কাঁপিয়ে দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। পুরো বিশ্বের ক্ষমতাধর দেশ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও কাবু করতে পারেনি।
যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো দেশগুলো জঙ্গি সংগঠনটি ভয় পায় না। ভয় পায় মধ্যাপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে। তথ্যটি জানিয়েছেন এক ইসরায়েলি সাংবাদিক। ২০১৪ সালে সিরিয়ায় আইএসের হাতে ১০ দিন আটক ছিলেন সাংবাদিক টোডেনহুফার। জিয়ুস নিউজ পত্রিকাকে তিনি বলেছেন, ‘তাদের (আইএস) ধারণা, তারা ব্রিটিশ ও মার্কিন সৈন্যদের হারাতে পারবে। কিন্তু তারা জানে ইসরায়েলি বাহিনীকে হারানো অনেক কঠিন হবে।’
টোডেনহুফার বলেন, ‘তারা ব্রিটিশ ও আমেরিকানদের ভয় পায় না, ইসরায়েলিদের ভয় পায়। তারা আমাকে বলেছে, এই ইসরায়েলি সেনারা সত্যিই বিপজ্জনক।’ সম্প্রতি ইরাক ও সিরিয়ার বেশ কয়েকটি স্থান হাতছাড়া হয়ে যায় আইএসের। গত রোববার ইরাকি বাহিনী ঘোষণা দিয়েছে- তারা আইএসের কাছ থেকে রামাদি শহর পুনর্দখল করেছে। দেশটির প্রধানমন্ত্রী আবাদি দেশটি থেকে পুরোপুরি আইএস মুক্ত করার ঘোষণা দিয়েছে। কিন্তু তারপরও নতুন একটি বার্তায় আইএসের নেতা আবু বকর আল-বাগদাদি দাবি করেছেন, ক্ষমতাধর দেশের বিমান হামলা সত্ত্বেও এই সংগঠনকে দুর্বল করতে পারেনি। ইসরায়েল ও আইএসবিরোধীদের উদ্দেশে শনিবার টুইটারে পোস্ট করা এক অডিওবার্তায় তিনি বলেন, ‘আইএস আল্লাহর ইচ্ছায় শত্রুদের ধ্বংস করছে। এ যুদ্ধে আমাদের জয় হবে। একটু একটু করে আমরা আইএসবিরোধী দেশগুলোর প্রতি এগোচ্ছি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*