রাজীব সাহা, আগরতলা, ৩০ ডিসেম্বর ।। আগরতলার নেহেরু যুব কেন্দ্রের ব্যবস্থাপনায় বিষয় ভিত্তিক সচেতনতা ও শিক্ষা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় পূর্ব বৈরাগী বাজার এস বি স্কুলে। বুধবার নলছর আর ডি ব্লক অন্তর্গত পূর্ব বৈরাগী বাজার এস বি স্কুলে প্রায় ৫৬ জন অংশগহণকারীদের নিয়ে বিষয় ভিত্তিক এই সচেতনতা ও শিক্ষা মূলক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বৈরাগী বাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল বরণ দাস। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Tripura Adventure Social Expedition Organization (TASEO)-র প্রাক্তন সভাপতি সুকান্ত দত্ত, Tripura Adventure Social Expedition Organization (TASEO)-র সভাপতি বিজয় দাস সহ আরো অনেকে।