দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩১ ডিসেম্বর ।। দুঃখ আছে বলেই সুখের পরশের উলাস, রাত আছে বলেই দিনের প্রতীক্ষা, শূণ্যতার সঙ্গে রয়েছে পূর্ণতার পরিতৃপ্তি – যেখানেই জীবনের অস্তিত্ব সেখানে নিয়মের বাঁধনের গন্ডি ধরে চলছে পথ পাড়ি দেয়া। পথ চলতে চলতে পৃথিবী এমন এক মুহূর্তের সামনে যেখানে পেছনের সব হিসেবের পাতা শেষবারের মত দেখে নিচ্ছে সবাই। দেয়ালের ক্যালেন্ডারের সংখ্যাগুলোর পরিবর্তন – শুধু সময়ের পরিবর্ইয়নে ২০১৫ হয়ে গেছে ২০১৬। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র সর্বোপরি বিগত বছরে গোটা বিশ্বের প্রাপ্তি প্রত্যাশার যোগ বিয়োগে কোথাও আনন্দ আবার কোথাও বেদনা ক্লিষ্ট প্রহরের মুখোমুখি হয়েছে পৃথিবী। পথ পরিক্রমার এই চক্রেই পৃথিবী আর পৃথ্বিবাসী পুরনো বছরকে বিদায় জানিয়ে আনন্দ উচ্ছাসে আবাহনে জানাচ্ছে নতুন সংখ্যার নতুন বছর ২০১৬ কে। “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র বিশ্বাস ২০১৬ সাল গোটা বিশ্বের মানুষের জন্য কল্যাণ, সুখ, সমৃদ্ধি নিয়ে আসবে। ২০১৫-র শেষ অস্তাচলে ২০১৬-র নব প্রত্যূষে উদয় হবে শান্তির বার্তা নিয়ে নতুন সূর্য।
৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা গেছে পুরনো বছরকে বিদায় জানিয়ে ২০১৬ কে আনন্দ উচ্ছাসে স্বাগত জানাতে মানুষের ভিড়।