পপুলার কম্পিউটার একাডেমীর অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠান

pcaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর ।। শিক্ষাক্ষেত্রে আজকাল কোয়ালিটি এডুকেশানের কথা বার বার উচ্চারিত হয়। কোয়ালিটি এডুকেশানের খুব কাছাকাছি বাংলা হচ্ছে গুনগত মান সম্পন্ন শিক্ষা। গুনগত মান সম্পন্ন শিক্ষা নিয়ে জীবনকে প্রতিষ্ঠিত করে স্বপ্নকে বাস্তব করে তুলতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে POPULAR COMPUTER ACADEMY বারবারই তার সাফল্য দেখিয়েছে। বৃহস্পতিবার, পপুলার কম্পিউটার একাডেমীর অষ্টম বর্ষপূর্তি এবং নতুন বছরকে স্বাগত জানাতে “NEW YEAR BASH-2015’ অনুষ্ঠানের আয়োজন করে। এদিন বিকেলে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে পপুলার কম্পিউটার একাডেমী আয়োজিত “NEW YEAR BASH-2015’ অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী কল্যাণী ভট্টাচার্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চন্দন লেখা পাল, পপুলার কম্পিউটার একাডেমীর প্রিন্সিপাল অনিরুদ্ধ দাস, এক্সিকিউটিভ হেড আঙ্কন তিলক পাল। এই অনুষ্ঠানে স্বছ ভারত এবং ডিজিটাল ইন্ডিয়া-র উপর আলোচনা করা হয়। রাজ্যের সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিথি দেব্বর্মণ, চন্দন লেখা পাল, রাজ্যের প্রতিভাবান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়ার অর্জুন পুরস্কার প্রাপ্ত দীপা কর্মকার, কোচ বিশ্বেস্বর নন্দী সহ ক্ষুদে ড্রামার অংশুমান নন্দীকে সংবর্ধনা দেয়া হয়। পপুলার কম্পিউটার একাডেমী আয়োজিত “NEW YEAR BASH-2015’ অনুষ্ঠানে নতুন বছরকে স্বাগত জানাতে ড্যান্স, ম্যাজিক এবং দর্শকদের জন্য কুইজের ব্যবস্থা করা হয়েছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*