পাসপোর্ট সেবা কেন্দ্র দুর্ভোগের অবসানের প্রত্যাশা

ছবি – অভিষেক দেববর্মা।

ছবি – অভিষেক দেববর্মা।

দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩১ ডিসেম্বর ।। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে শুধু ভ্রমনের জন্যই পাসপোর্ট সংগ্রহ করেন না মানুষ। ভ্রমনের সঙ্গে ব্যবসা, চিকিৎসার মতো বিষয়ে পাসপোর্ট গুরুত্বপূর্ণ নথী হিসেবে বিবেচিত এই মুহূর্তে। সীমান্তবর্তী এই ত্রিপুরার সাধারন মানুষ কোনো এক সময়ে চৌহদ্দীর বাইরে যেচেই নাজেহাল হয়েছে। দিনে দিনে আকাশপথ, সড়কপথে যোগাযোগের ব্যাপ্তী হয়েছে পাশাপাশি

ছবি – অভিষেক দেববর্মা।

ছবি – অভিষেক দেববর্মা।

ভারতের বহু প্রতিম পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার হওয়ার ফলশ্রুতিতে সড়কপথ সহ যোগাযোগের সব মাধ্যম ব্যবহার করার প্রয়াস চলছে। ত্রিপুরা থেকে সড়কপথে পাসপোর্ট প্রথায় প্রচুর মানুষ যাতায়াত করছেন বাংলাদেশের ভেতর দিয়ে। সাম্প্রতিক সময়ে পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ কোলকাতায় স্থানান্তরিত হওয়ায় রাজ্যের মানুষ চরম ভোগান্তির মুখোমুখি হন উপরন্তু হাতে লেখা পাসপোর্টের বৈধতা বন্ধ হওয়ায় বিপাকে পড়েন। বৃহস্পতিবার, শহরের সুকান্ত একাডেমীতে পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধনে পাসপোর্ট সংক্রান্ত দূর্ভোগের অবসানের প্রত্যাশা করছেন মানুষ। রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা জ্যাকসন গেট সংলগ্ন পুরনো মিউনিসিপালে অফিসের আগরতলা প্লাজায় পাসপোর্টের কার্যালয়ের ফিতা কেটে দ্বারোদঘাটন করেন পরে সুকান্ত একাডেমীতে পাসপোর্ট সেবা কেন্দ্রের ফলক উন্মোচন করেন রাজ্যের অর্থ এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা। পাসপোর্ট সেবা কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী V. K. Singh, রাজ্যের অর্থ এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*