নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ জানুয়ারী ।। উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে প্রথম ‘আরবান হাট’-র উদ্বোধন হল শুক্রবার। পাশাপাশি পূর্বাশার নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন হয়েছে। ফলক উন্মোচন এবং ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। এই আরবান হাটে রাজ্যের হস্ততাঁত ও হস্তকারু শিল্পীদের উৎপাদিত সামগ্রী স্থান পাবে এবং সারা বছরই এতে কেনাকাটা করা যাবে। এর ফলে এর লগে যুক্ত প্রায় দের লক্ষ পরিবার উপকৃত হবে বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গ আসা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারজু, হস্ততাঁত, হস্তকারু এবং রেশম শিল্প দপ্তরের অধিকর্তা টি কে চাকমা।