দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০১ জানুয়ারী ।। পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে এবারেও বিভিন্ন অনুষ্ঠান পালনের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। পুলিশ সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে অরুন্ধতীনগরস্থিত পুলিশ প্যারেড গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। পুলিশ সপ্তাহে জননিরাপত্তা থেকে শুরু করে সামাজিক সংযোগে সুরক্ষা নিশ্চিৎ করার বিষয় থেকে ঘাটতি খামতি নিয়েও আলোচনা হয়ে থাকে। শুক্রবার, পুলিশ সপ্তাহ উদযাপনের বিশেষ কর্মসূচীতে আরক্ষা প্রশাসনের বিভিন্ন বিভাগের ১০ প্লেটুন জোয়ান সুদৃশ্য প্যারেডে অংশ নেয়। রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ কুচকাওয়াজ অভিবাদন গ্রহন করেন এবং প্যারেডে সেলামী গ্রহন করেন। সুসজ্জিত পোশাক আর ব্যান্ডের তালে ছন্দে পদচারনায় মুগ্ধ হন উপস্থিত সকলে। রাজ্য আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন পুলিশ প্যারেড গ্রাউন্ডে। অরুন্ধতীনগরস্থিত পুলিশ প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে উৎকৃষ্ট সেবা প্রদর্শনের জন্য সর্বোৎকৃষ্ট পুরস্কার, প্রয়াসের বিস্তৃতিতে বিশেষ ভূমিকার জন্য পুরস্কার, আদর্শ পুলিশ কর্মীর পুরস্কার, তদন্তে দক্ষতার নিদর্শনে পুরস্কার দেয়া হয়। পাশাপাশি পুলিশে কর্মরত পরিবারের যে সমস্ত ছেলে মেয়েরা ৯০ শতাংশ নম্বর পেয়েছে এমন ৪জনের হাতেও তুলে দেয়া হয়েছে পুরস্কার।