এগিয়েচল সংঘের ২৮তম শিশুমেলার বর্ণাঢ্য উদ্বোধন করলেন মূখ্যমন্ত্রী

prdদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০২ জানুয়ারী ।। আগরতলা মেলারমাঠস্থিত এগিয়ে চল সংঘের বাৎসরিক আয়োজন উচ্ছ্বাস আনন্দে ২৮তম শিশুমেলার শনিবার উদ্বোধন হয়েছে। রাজ্যের মূখ্যমন্ত্রী শিশুমেলার উদ্বোধন করেছেন। শান্তির বার্তায় আকাশে উড়ানো হয় সাদা পায়রা, সংঘের প্রাঙ্গন থেকে নানা বর্ণের বেলুন উড়িয়ে দিয়ে উদ্বোধনকে রঙিন করা হয়েছে। নানা পোশাকে কঁচিকাঁচারা পথ পরিক্রমা করেছে। মেলারমাঠস্থিত এগিয়ে চল সংঘের ২৮তম শিশুমেলা ২রা জানুয়ারী থেকে শুরু হয়ে চলবে ১২ই জানুয়ারী পর্যন্ত। নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন ইভেন্টে লড়াইয়ের আমেজ উপভোগ করার প্রতীক্ষায় এগিয়েচল সংঘ। এগিয়ে চল সংঘের ২৮তম শিশুমেলার উদ্বোধনি অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ৩২নং ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বনাথ সাহা, এগিয়েচল সংঘের সভাপতি চন্দন ব্যানার্জী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*