দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৩ জানুয়ারী ।। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যাদের জীবনের গতিপথ রুদ্ধ করে দিয়েছে প্রতিবন্ধকতা, জীবনানন্দের মুহূর্তের উপলব্ধি সেই সব মানুষদের জন্য নিতান্তই পীড়াদায়ক। প্রতিবন্ধকতাকে জয় করে প্রতিবন্ধি মানুষদের মধ্যেই দেখা গেছে দূরন্ত কীর্তির স্বাক্ষর রাখতে। সমাজের বোঝা নয় – ওরা আমাদেরই একজন সেই মানষিকতা ব্যপ্তীতেই প্রতিবন্ধি মানুষদের জীবনের কষ্ট লাঘব সম্ভব। বিশ্বজুড়ে সেই চিরন্তন বার্তাতেই পালিত হয়ে আসছে বিশ্ব প্রতিবন্ধি দিবস। রবিবার, বিশ্ব প্রতিবন্ধি দিবস উদযাপন উপলক্ষে উমাকান্ত মিনি স্টেডিয়ামে পালিত হয়েছে বিশেষ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রতিবন্ধি শিশুরা ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেয়। বিশ্ব প্রতিবন্ধি দিবস উদযাপন উপলক্ষে উমাকান্ত মিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ।