খেলাধুলা ডেস্ক ।। সিডনিতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টেস্টে দ্বিতীয় দিনের মত দাপট ধরে রেখেছে বৃষ্টি। প্রথম দিনের ২৫ ওভারের পর দ্বিতীয় দিনের পুরোটাই যেতে বসেছিল বৃষ্টির কবলে। পরে অবশ্য ১১.২ ওভার খেলা হয়েছে। তাতে কার্লোস ব্র্যাথওয়েটের ফিফটিতে ৭ উইকেটে ২৪৮ রানে পৌঁছেছে ক্যারিবীয়রা। সোমবার বৃষ্টি বাগড়া দেওয়ার আগে ব্র্যাথওয়েট ৭ চার ও ৪ ছয়ে ওয়ানডে স্টাইলে ৭১ বলে ৬৯ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন। আগের দিনের আরেক অপরাজিত দিনেশ রামদিন ৩০ রানে তৃতীয় দিনে মাঠে নামবেন, সঙ্গী কেমার রোচ শূন্য রানে। দ্বিতীয় দিনে অজিদের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন জেমস প্যাটিনসন। প্রথম দিনে ক্রেইগ ব্র্যাথওয়েট ও ড্যারেন ব্র্যাভোর ৯১ রানের জুটিতে দুইশো পেরিয়েছিল জেসন হোল্ডারের দল। তাতে ব্র্যাভোর অবদান ছিল ৩৩, আর ক্রেইগ ব্র্যাথওয়েটের দর্শনীয় ৮৫ রান। অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন ও প্যাটিনসন ২টি, জস হ্যাজেলউড-ও’ক্যেপে ১টি করে উইকেট নিয়েছেন।