নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর ।। পূজোর বাজারে ব্যস্ততার আড়ালে শহরে মদ বিক্রির রমরমা বন্দোবস্ত চলছে। মাঝে মাঝেই পুলিশী হানায় উদ্ধার হচ্ছে প্রচুর নেশা সামগ্রী। কলেজ টিলা আউট পোষ্টের ও সি-র নেতৃত্বে শুক্রবার দুপুরে প্রায় ২৬ হাজার টাকার বিদেশী মদ সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। এরা হল বুনকুমারি হসপিটাল পাড়া থেকে সজল সাহা, বুনকুমারি ক্ষুদিরাম পাড়া থেকে কান্তি সাহা এবং আড়ালিয়া শালবাগান এলাকা থেকে বিকাশ কুমার। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়।
রাজিব সাহার তোলা ছবি।