দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৪ জানুয়ারী ।। বিশ্ব প্রতিবন্ধি দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর। আমন্ত্রীত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী সহ প্রচুর মানুষ। বিভিন্ন সংস্থার প্রতিবন্ধীদের উপস্থিতি ছিল উৎসাহব্যাঞ্জক। উল্লেখ্য ৪ঠা জানুয়ারীতেই জন্ম গ্রহণ করেছিলেন দৃষ্টিহীন প্রতিবন্ধীদের দিশারী লুইস ব্রেইল। শৈশবে ব্রেইল দূর্ঘটনায় চোখ হারিয়েও প্রখর প্রতিভার স্ফুরণ ঘটিয়েছিলেন। তাঁর উদ্ভাবিত ব্রেইল পদ্ধতি আক্ষরিক অর্থেই আশীর্বাদ স্বরুপ বিশ্বের অন্ধ মানুষদের কাছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে লুইস ব্রেইলের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অনুষ্ঠান প্রানবন্ত হয়ে উঠে প্রতিবদ্ধিদের নাচ, গানের অনবদ্য উপস্থাপনায়।