শুভ্র দে, চূড়াইবাড়ি, ০৫ জানুয়ারী ।। মিটার গেজ যাত্রী পরিষেবা যে এই রাজ্যের মানুষের যাত্রার দুর্ভোগ পরিসমাপ্ত করেছে তা একেবারেই বলা যাচ্ছেনা, তবে নিঃসন্দেহে মিটার গেজ রেলে যাত্রার যন্ত্রনা সত্ত্বেও মানুষ রেলে যাত্রা করেই চিকিৎসা, শিক্ষা সহ নানা কাজে বাইরে গেছেন। রাজ্যবাসীর দীর্ঘদিনের অপুরিত স্বপ্ন পূরন করে মিটার গেজের অবসান ঘটিয়ে ২৯ ডিসেম্বর রাজ্যে প্রবেশ করেছিল ব্রডগেজ রেল ইঞ্জিন। দ্বিতীয় পর্বে সোমবার রাজ্যে প্রবেশ করল পাথর বোঝাই ব্রডগেজ রেল। সোমবার সন্ধ্যায় ৬ দিনের মাথায় দ্বিতীয় পর্বে সামনে পেছনে মিলিয়ে ৩টি ইঞ্জিন সহ ৫৪টি পাথর বোঝাই বগি নিয়ে চূড়াইবাড়ির মাটি স্পর্শ করে, তারপর রাত ৭টা নাগাদ ব্যালাস্ট ট্রেনটি ধর্মনগর স্টেশন স্পর্শ করে।