৫ ঘন্টার গণ অবস্থান চূড়াইবাড়িতে

crbশুভ্র দে, চূড়াইবাড়ি, ০৫ জানুয়ারী ।। চূড়াইবাড়ি থেকে জাতীয় খাদ্য নিগমের স্টোক গুডাউন তুলে নেয়ার কারনে মঙ্গলবার শসক ও বিরোধী রাজনৈতিক দলগুলোর তিনটি শ্রমিক সংগঠন ৫ ঘন্টার গণ অবস্থান সংঘঠিত করে। জানাযায় পূর্বে খাদ্য গুদামের সরাসরি সরবরাহ বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ, তখন বিশাল শ্রমিকের কথা মাথায় রেখে একমাত্র সাইডিং স্টোক গুডাউন বসানো হয়। ভারতীয় খাদ্য নিগম কর্তৃপক্ষ চূড়াইবাড়ি থেকে সেই স্টোক গুডাউনটিও তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। তাই মঙ্গলবার শাসকদলের সংঘটন CITU, কংগ্রেসের INTUC, জনতাদল (ইউ) পরিচালিত মজদুর সমবায় সমিতি (MSS)-র নেতারা শত শত শ্রমিক নিয়ে চূড়াইবাড়ি খাদ্য গুদামের সন্মুখেই ৫ ঘন্টার গণ অবস্থান করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*