দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৫ জানুয়ারী ।। সাম্প্রতিক সময়ে ত্রিপুরায় বিভিন্ন কর্মসূচীতে অংশ নিতে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সফর করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীদের রাজ্য সফরে একই দিনে দুই কেন্দ্রীয় মন্ত্রীর আগমন অবশ্যই ব্যতিক্রমী ঘটনা। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন বুধবার সোনামুড়ায় শ্রীমন্তপুরে ল্যান্ড কাস্টমস স্টেশনের উদ্বোধন করবেন, অন্য দিকে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী নেহাল চান্দ মঙ্গলবার আগরতলা প্রজ্ঞাভবনে পঞ্চায়েত সংক্রান্ত বিষয়ে আলোচনা চক্রে অংশ নেন। প্রজ্ঞাভবনে পঞ্চায়েত সংক্রান্ত বিষয়ে আলোচনাচক্রে উপস্থিত ছিলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে, গ্রামীণ বিকাশ মন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া সহ আরো অনেকে।