দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৫ জানুয়ারী ।। নির্দিষ্ট সময় সীমাকে সামনে রেখে আগরতলায় চলছে উড়ালপুল তৈরীর কাজ। অত্যাধুনিক সরঞ্জাম সমৃদ্ধ বড় মাপের গাড়ী আর শ্রমিকের ব্যস্ততার ছবি বটতলায়। বটতলা-পোষ্ট অফিস চৌমুহনীর রাস্তায় শুরু হয়েছে কাজ। বিশাল বিশাল লোহার গ্যালভানাইজড স্ট্রাকচার মুহূর্তেই চালান হচ্ছে যন্ত্রে মাটির অভ্যন্তরে। সকাল সন্ধ্যা উড়ালপুলের কাজ হচ্ছে পদব্রজে কিংবা গাড়ীতে যারাই যাচ্ছেন সবার মুখেই চর্চা স্বপ্নের ডানা মেলার।