নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর ।। পূজোর ব্যস্ততার আড়ালে পাছে কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে যায় তাই শুক্রবার সন্ধ্যার পর কামান চৌমুহনিতে একটি পুলিশ সহায়তা কেন্দ্র-র দ্বারোদঘাটন করা হয়। পূজোর দিনগুলোতে রাজধানীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং আরক্ষা দপ্তরের উদ্যোগে গড়ে তোলা হয় এই পুলিশ সহায়তা কেন্দ্র। অন্যান্য বছরের মত এবারও তার ব্যাতিক্রম হয়নি। এই দ্বারোদঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, সেন্ট্রাল ডি এস পি রাজেন্দ্র দত্ত, এস পি ওয়েস্ট, অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার দত্ত সহ অন্যান্যরা।
রাজিব সাহার তোলা ছবি।