নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারী ।। কেন্দ্রীয় পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী নিহাল চান্দ বুধবার মান্দাই ও জিরানীয়া ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। কেন্দ্রীয় পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী মান্দাই ব্লকের মডেল ভিলেজ কাঁথিরাম বাড়ী এবং পরে জিরানীয়া ব্লকের উত্তর মজলিশপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মান্দাই ও জিরানীয়া উভয় ব্লকেই এলাকার জনপ্রতিনিধিগণ, ব্লকের পদস্থ আধিকারিকদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন। কেন্দ্রীয় পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী নিহাল চান্দ-র সাথে ছিলেন রাজ্য গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব ড. জি এস জি আয়েঙ্গার এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ মিলিন্দ রামটেকে।