দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৬ জানুয়ারী ।। উত্তর-পূর্বাঞ্চলের প্রান্তিক সীমায় অবস্থিত ত্রিপুরাকে কেন্দ্র করে গোটা দক্ষিন পূর্ব এশিয়ার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভবিষ্যতে বিশাল পরিবর্তনের সুদূর প্রসারী সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে ত্রিপুরা আর বাংলাদেশ উভয়েরই লাভ লোকষানের অংক জড়িত। আস্তে আস্তে বাণিজ্যের নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হচ্ছে ভারত বাংলাদেশের। সেই সূত্রে বুধবার ত্রিপুরায় সংযোজিত হয়েছে নতুন অধ্যায়। সোনামুড়ায় শ্রীমন্তপুরে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন উদ্বোধন করেন ল্যান্ড কাস্টমস স্টেশনের। মূলতঃ ত্রিপুরা বাংলাদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির কারনেই এই স্টেশনের উদ্বোধন বলাই বাহুল্য। আমদানী রপ্তানী বাণিজ্যের রেশ ধরেই শ্রীমন্তপুরে দ্বার খুলেছে নতুন ল্যান্ড কাস্টমস স্টেশনের। উদ্বোধকের ভাষণে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলির সাথে সুসম্পর্ক বজায় রাখার উপর কেন্দ্রীয় সরকার বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করেছে। সেই লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। এই দৃষ্টিভঙ্গিতে দেখলে IDC সীমান্ত হাটগুলির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রধান অতিথির ভাষণে মূখ্যমন্ত্রী বলেন, IDC-র পাশাপাশি একটি বিদ্যুৎ প্রকল্পও এই এলাকায় গড়ে উঠেছে, ফলে ভবিষ্যতে এই এলাকার গুরুত্ব আরো বৃদ্ধি পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন, প্রধান অতিথি হিসেবে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, বিশেষ অতিথি হিসেবে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী, ইন্ডাষ্ট্রী এন্ড কমার্স-র প্রিন্সিপাল সেক্রেটারী এম নাগারজু, স্থানীয় বিধায়ক শ্যামল চক্রবর্তী, সভাপতিত্ব করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী। শ্রীমন্তপুরে ল্যান্ড কাস্টমস স্টেশনের উদ্বোধনের সাক্ষী থাকতে হাজির ছিলেন সংলগ্ন অঞ্চলের প্রচুর মানুষ।