খেলাধুলা ডেস্ক ।। বৃষ্টির উৎপাতে সিডনি টেস্ট যে ড্র হতে যাচ্ছে সেটা একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার ছিল ম্যাচের শেষ দিন। ওয়েস্ট ইন্ডিজ ৩৩০ রান করার পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাটে নামার সুযোগ পায় অজিরা। তারা ২টি উইকেট হারিয়ে ১৭৬ রান তোলার পর ম্যাচ ড্র ঘোষণা করে। তার আগেই অবশ্য একটি রেকর্ড দেখল সিডনি। স্বাগতিকদের হয়ে ১০৩ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ৮২ বলে নিজের শতক তুলে নেন ওয়ার্নার। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এরচেয়ে দ্রুত শতক এর আগে আর কেউ করতে পারেননি। আগের রেকর্ডটির মালিক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাথু হেডেন। বৃহস্পতিবার সিডনির ক্রিকেট গ্রাউন্ডে টেস্টের শেষ দিন ৭ উইকেট ও ২৪৮ রান নিয়ে ব্যাট করতে নামে ক্যারিবিয়রা। দিনেশ রামদিন নীচের দিকের ব্যাটসম্যানদের নিয়ে দলকে ৩৩০ রানের সম্মানজনক স্কোর এনে দেন। তার ৬২ রান করে ফিরে যাওয়ার আগে কার্লোস ব্রাফেট ৬৯ ও ক্রেইগ ব্রাফেট করেন ৮৫ রান। অস্ট্রেলিয়ার হয়ে স্টিভ ও’ক্যাফে ও নাথান লিয়ন তিনটি করে উইকেট নেন। জেমস প্যাটিনসন দুটি এবং জস হ্যাজেলউড নেন একটি উইকেট। ভেজা মাঠে ব্যাটিংয়ে নেমে ৩৮ ওভারে জো বার্নস ও মিচেল মার্শের উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে অজিরা। অপরাজিত ব্যাটসম্যান ওয়ার্নারের সঙ্গে পিটার নেভিল শেষ পর্যন্ত মাঠে ছিলেন। করেছেন ৭ রান। জোমেল ওয়ারিকেন ক্যারিবিয়দের হয়ে দুটি উইকেটই নেন। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতে বড় ব্যবধানে জয় নিয়ে আগেই সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।