লিবিয়ায় ট্রাকবোমায় নিহতের সংখ্যা বেড়ে ৬৫

lbআন্তর্জাতিক ডেস্ক ।। লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় জিল্টান শহরের এক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৫-তে দাঁড়িয়েছে। রাজধানী ত্রিপলির ১৬০ কিলোমিটার পূর্বে ট্রাকবোমার আঘাতে আহত হয়েছেন একশ মানুষ। হাসপাতাল, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার উপকূলীয় শহর জিল্টানের পুলিশ অ্যাকাডেমিতে প্রবেশপথ ভেঙে ট্রাকটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশ করে। সে সময় ঘটনাস্থলে কয়েকশ’ পুলিশ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন শহরের মেয়র মিফতাহ লাহমাদি।
তবে এ ঘটনায় অন্তত ৫০ জনের নিহত হওয়ার কথা জানিয়েছে লিবিয়ার স্থানীয় সংবাদ সংস্থা এলএএনএ সূত্রে আলজাজিরা। শহরের সরকারি হাসপাতালের পরিচালক আব্দেল-মোতালেব বিন হালিমের সূত্র উল্লেখ করে সংবাদ সংস্থাটি জানিয়েছে, আহতের সংখ্যা ১২৭।
হামলার ঘটনায় চারটি স্থানীয় হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। লিবিয়ায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্টিন কোবলার জানিয়েছেন, এটি আত্মঘাতী হামলা ছিল। তবে এ ঘটনায় এখনো দায়স্বীকার করেনি কোনো ব্যক্তি বা সংগঠন। এদিকে, মধ্যপ্রাচ্যে ইরাক ও সিরিয়াভিত্তিক কট্টর ইসলামপন্থী সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি ও নিরাপত্তা বাহিনীরগুলোর মধ্যে লিবিয়ার বৃহত্তম তেল উৎপাদন কেন্দ্রে সংঘর্ষের সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার তেল মজুদ করা পাঁচটি ট্যাঙ্কে আগুন ছড়িয়ে পড়ার পর থেকে এখনো তা জ্বলেই চলেছে। ওই এলাকায় সোমবার ও মঙ্গলবার সহিংসতায় অন্তত নয় সৈনিক নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে নিরাপত্তা বাহিনীর মুখপাত্র আলী আল-হাসি জানিয়েছেন। ২০১১ সালের অভ্যুত্থানের পর থেকেই লিবিয়ার পরিস্থিতি সংকটজনক আকার ধারণ করেছে। দেশটির প্রধান খনিজ সম্পদ তেলের খনি ও গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ পাওয়ার জন্য প্রতাপশালী জঙ্গি গোষ্ঠী ও সরকারবিরোধীরা লড়াই করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*