নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৭ জানুয়ারী ।। গত শনিবার পাকিস্তানের সীমান্তবর্তী পাঞ্জাবের একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ইন্ডিয়ান এয়ার ফোর্স (আইএএফ) সদস্য ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গুলিবিনিময় হয়। এতে ৭ ভারতীয় সেনা নিহত হয়েছে । পাঠানকোটে জঙ্গি হামলায় শহীদ জওয়ানদের স্মরণে এবং জওয়ানদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাল SFI। বৃহস্পতিবার মোমবাতি হাতে আগরতলা সিটি সেন্টারের সামনে ভারতীয় ছাত্র ফেডাশনের তরফে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।