রাজ্য তপশিলী কল্যাণ দপ্তরের ডঃ বি আর আম্বেদকর পুরস্কার প্রদান

রাজ্য তপশিলী কল্যাণ দপ্তরের ডঃ বি আর আম্বেদকর পুরস্কার প্রদান রবীন্দ্র শতবার্ষিকী ভবনে।
রাজ্য তপশিলী কল্যাণ দপ্তরের ডঃ বি আর আম্বেদকর পুরস্কার প্রদান রবীন্দ্র শতবার্ষিকী ভবনে।

দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৭ জানুয়ারী ।। বৃহস্পতিবার, আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য তপশিলী কল্যাণ দপ্তর এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। তপশিলী জাতিভূক্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে গুনগত শিক্ষায় উৎকর্ষতার জন্য ডঃ বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার ২০১৫ প্রদান করা হয়েছে সঙ্গে ডঃ বি আর আম্বেদকর সমাজ সংস্কৃতি পুরস্কার ২০১৫ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী মোহনলাল দাসকে ডঃ বি আর আম্বেদকর সমাজ সংস্কৃতি পুরস্কার ২০১৫ প্রদান করা হয়েছে। ৩ জনকে আম্বেদকর স্বর্ণ পদক দেয়া হয়েছে। রাজ্য ভিত্তিক বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিদ্যালয় ভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা বলেন, সমাজে পিছিয়ে পড়া অংশের জনগনের ছাত্র-ছাত্রীদেরকে পড়াশুনায় উৎসাহিত করে তোলার ক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব রয়েছে। অনুষ্ঠানে তপশিলীজাতি কল্যাণ মন্ত্রী রতন ভৌমিক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আম্বেদকরের আদর্শে অনুপ্রানিত করে নিজেকে তৈরি করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, তপশিলীজাতি কল্যাণ মন্ত্রী রতন ভৌমিক, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাস, তপশিলীজাতি কল্যাণ দপ্তরের সচিব পুনীত আগরওয়াল, অধিকর্তা এল টি ডার্লং সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*