আন্তর্জাতিক ডেস্ক ।। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলে ইয়ারলুপ নামে একটি শহর পুড়ে গেছে। তীব্র বাতাসে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাবানলে অস্ট্রেলিয়ার পার্থের দক্ষিণ দিকে ইয়ারলুপ শহরে ৯৫টি বাড়ি পুড়ে গেছে এবং তিনজন নিখোঁজ রয়েছেন বলে বিবিসি জানিয়েছে। ৬০ কিলোমিটার বেগের বাতাসে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা ৫০ মিটার উচ্চতায় পৌছে। ভয়াবহ এ দাবানল ৫৮ হাজার হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে। ওয়ারানা, হার্ভেসহ আশপাশের এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় একজন রাজনীতিক জানিয়েছেন, দাবানল ইয়ারলুপকে নিশ্চিহ্ন করে দিতে পারে।