সারা ভারত জুড়ে সরকারি ব্যাঙ্ক কর্মচারিদের ধর্মঘট

aibজাতীয় ডেস্ক ।। শুক্রবার, সারা ভারত জুড়ে ধর্মঘটে সামিল হতে চলেছে সরকারি ব্যাঙ্ক কর্মাচারিরা। যার জেরে আজ থমকে যেতে পারে গোটা ভারতের ব্যঙ্কিং পরিষেবা। অচল থাকবে টাকার লেন-দেন। অর্থনীতিবিদরা মনে করছেন, এর প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে। এই ধর্মঘটের ডাক দিয়েছে সারা ভারত ব্যাঙ্ক কর্মচারি সংগঠন (All India Bank Employees’ Association -AIBEA)। তবে অফিসার র‍্যাঙ্কের আধিকারিকরা এই ধর্মঘটে নিজেদের সামিল করছেন না, এমনটাই জানানো হয়েছে AIBEA-এর তরফ থেকে।
সরকারি ব্যাঙ্ক গুলিতে ধর্মঘট চললেও, সচল থাকবে দেশের অন্যান্য বেসরকারি ব্যঙ্কিং পরিষেবা। ২০১৫ বর্ষের ২৮ ডিসেম্বর ধর্মঘটের ডাক দিয়েছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*