নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ জানুয়ারী ।। রাজ্য বিধানসভা সচিবালয়ে শুরু হল একাদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন। সকাল ১১টায় রাজ্যপাল তথাগত রায়ের ভাষনের মধ্য দিয়ে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হয় শুক্রবার, চলবে ১৪ই জানুয়ারী পর্যন্ত। শীতকালীন অধিবেশনের শেষ দিনে সরকার অতিরিক্ত ব্যয় বরাদ্দের পেস্তাব ও ভোট অন একাউন্টস পেশ করবে এবং ঐ দিনই পাশ করা হবে। সোমবার রাজ্যপালের ভাষনের উপর ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনা শুরু হবার কথা রয়েছে।