মেয়াদ উত্তীর্ণ চানাচুর ও বিস্কুট খেয়ে অসুস্থ বহু মানুষ

প্রতিকি ছবি।
প্রতিকি ছবি।

গোপাল সিং, খোয়াই, ১১ জানুয়ারী ।। ৬ মাস পূর্বের মেয়াদ উত্তীর্ণ চানাচুর ক্রয় করে খাবার পর অসুস্থ হয়ে পড়েছেন এক যুবক। ঘটনা খোয়াই দূর্গানগরে। অপরদিকে স্কুলের দিদিমণি মেয়াদ উত্তীর্ন বিস্কুট ক্রয় করে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিলিয়ে দিলে ঐ বিস্কুট খেয়ে অসুস্থ্য বহু ছাত্র-ছাত্রী। বেকারীর রুটি, কেক-টং দোকানের চিপস ও অন্যান্য মেয়াদ উত্তীর্ন খাবার খেয়ে প্রতিদিনই অসুস্থ্য হয়ে পড়ছেন বহু মানুষ। কিন্তু খোয়াইয়ের খাদ্য দপ্তরটি শীত ঘুমেই। একমাত্র মহকুমা শাসক ড. সমিত রায় চৌধূরী যতদিন উদ্যোগী হয়েছেন ততদিনই পেছন পেছন জি হুজুর করতে মাঠে নামতে দেখা যায় খাদ্য দপ্তরের কর্মকর্তাদের। বাকি সময় উনারা চেয়ার-টেবিল নিয়েই বহাল তবিয়তে দিন কাটান। জানা যায় খোয়াই দূর্গানগরের অনন্ত রুদ্র পাল পুরাতন বাজার থেকে ক্রয় করা চানাচুর খেয়ে অসুস্থ্য। অসুস্থ্য যুবকের পিতা অরুন রুদ্রপাল খোয়াই থানায় মেয়াদ উত্তীর্ণ চানুচুর নিয়ে হাজির হলেও অভিযোগ লিপিবদ্ধ করতে নারাজ খোয়াই থানা বাবুরা। বড় বাবু নেই বলে অভিযোগই দায়ের করাতে পারলেন না শ্রমিক পিতা। শহর জুড়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য প্রকাশ্যে বিক্রি হলেও খাদ্য দপ্তর নিষ্প্রভ। জনগন খাদ্য দপ্তর ও আরক্ষা দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*