সেরা অভিনেতা লিওনার্দো ও ম্যাট, পরিচালক ইনারিতু

intতারায় তারায় ডেস্ক ।। ৭৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে ভিন্ন ভিন্ন বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেলেন লিওনার্দো ডিকাপ্রিও ও ম্যাট ডেমন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে রোববার রাতে অনুষ্ঠিত এ আসরে অন্যান্য বিভাগেও আধিপত্য বজায় রেখেছে দুই তারকার ‘দ্য রেভেন্যান্ট’ ও ‘দ্য মার্শান’।
সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ‘দ্য রেভেন্যান্ট’ নির্মাতা আলেকজান্দ্রো গনজালেস ইনারিতু। এছাড়া টেলিভিশনে আধিপত্য ছিল ‘মোৎসার্ট ইন দ্য জঙ্গল’ ও ‘মি. রোবট’র ঘরে।

প্রতি বছর একাডেমি অ্যাওয়ার্ডের আগে অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোব আসর। তাই সিনেমাপ্রেমীদের নজর থাকে পুরস্কারটির দিকে। এবারের আয়োজনের সবচেয়ে অদ্ভুত মনোনয়ন ও পুরস্কার ছিল সেরা মিউজিক্যাল বা কমেডি বিভাগে রিডলি স্কটের ‘দ্য মার্শান’।

আসুন এক নজর পুরস্কারের তালিকা দেখে নেওয়া যাক—

চলচ্চিত্র

সিনেমা/ড্রামা : দ্য রেভেন্যান্ট
অভিনেত্রী/ড্রামা : ব্রাই লারসন (রুম)
অভিনেতা/ড্রামা : লিওনার্দো ডিক্যাপ্রিও (দ্য রেভেন্যান্ট)

সিনেমা/মিউজিক্যাল অথবা কমেডি : দ্য মার্শান
অভিনেত্রী/মিউজিক্যাল অথবা কমেডি : জেনিফার লরেন্স (জয়)
অভিনেতা/মিউজিক্যাল অথবা কমেডি : ম্যাট ডেমন (দ্য মার্শান)

পরিচালক : আলেকজান্দ্রো গনজালেস ইনারিতু (দ্য রেভেন্যান্ট)

পার্শ্ব অভিনেত্রী : কেট উইন্সলেট (স্টিভ জবস)
পার্শ্ব অভিনেতা : সিলভেস্টার স্ট্যালোন (ক্রিড)

অ্যানিমেটেড সিনেমা : ইনসাইড আউট
বিদেশি ভাষার সিনেমা : সান অব সল (হাঙ্গেরি)
চিত্রনাট্যকার : অ্যারন সরকিন (স্টিভ জবস)
মৌলিক সুর : দ্য হেইটফুল এইট (এনিও মরিকোন)
মৌলিক গান : রাইটিংস অন দ্য ওয়াল (স্পেক্টা)

টেলিভিশন

সিরিজ/ড্রামা : মি. রোবট
অভিনেত্রী/সিরিজ : টারাজি পি. হেনসন (এম্পায়ার)
অভিনেতা/সিরিজ): জন হ্যাম (ম্যাড মেন)

টিভি সিরিজ/মিউজিক্যাল অথবা কমেডি : মোৎসার্ট ইন দ্য জঙ্গল
অভিনেত্রী/মিউজিক্যাল অথবা কমেডি : র‌্যাচেল চেল ব্লুম (ক্রেজি এক্স-গার্লফ্রেন্ড)
অভিনেতা/মিউজিক্যাল অথবা কমেডি : গায়েল গার্সিয়া বার্নাল (মোৎসার্ট ইন দ্য জঙ্গল)

টেলি মুভি : উলফ হল
অভিনেত্রী/টেলি মুভি : লেডি গাগা (আমেরিকান হরর স্টোরি : হোটেল)
অভিনেতা/টেলি মুভি : অস্কার আইজাক (শো মি আ হিরো)
পার্শ্ব অভিনেত্রী/টেলি মুভি : মাউরা টিয়ারনি (দ্য অ্যাফেয়ার)
পার্শ্ব অভিনেতা/টেলি মুভি : ক্রিশ্চিয়ান স্লেটার (মি. রোবট)

সেসিল বি. ডিমিলে অ্যাওয়ার্ড : ডেনজেল ওয়াশিংটন

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*