পাঠানকোট হামলার তদন্ত করবে পাকিস্তান

pakআন্তর্জাতিক ডেস্ক ।। ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানবন্দরে সন্ত্রাসী হামলার তদন্তে একটি উচ্চপর্যায়ের যৌথ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ওই হামলায় পাকিস্তানিদের হাত রয়েছে বলে ভারত অভিযোগ করার পর এ পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নওয়াজ। পাকিস্তানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার এ খবর দিয়েছে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া। সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ঘোষণা দেন, পাঠানকোটে হামলার হোতাদের বিরুদ্ধে ইসলামাবাদ ব্যবস্থা না নিলে ভারত-পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে না। তাই ১৫ জানুয়ারি দুদেশের ওই বৈঠককে সামনে রেখে এ ঘোষণা দেওয়া হলো। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, নওয়াজ শরীফের সভাপত্বিতে রোববার উচ্চপর্যায়ের এক বৈঠকে ইনটেলিজেন্স ব্যুরো (আইবি), ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স (আইএসআই) ও মিলিটারি ইনটেলিজেন্সের (এমআই) সদস্যদের নিয়ে ওই যৌথ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অব. লে. জেনারেল নাসের খান জানজুয়া, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী তারিক ফাতেমি ও অর্থমন্ত্রী ইসহাক দার বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর বাসভবনের সূত্রের বরাত দিয়ে ওই সংবাদপত্রের খবরে বলা হয়েছে, পাঠানকোট হামলার সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী নিজে দেখভাল করছেন। বিষয়টি নিয়ে সেনাপ্রধান রাহিল শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং যৌথ কমিটি গঠনের সিদ্ধান্তের কথা তাকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্র জানায়, পাকিস্তান-ভারত সম্পর্ক এগিয়ে নেওয়া এবং দুই দেশের মধ্যে একের পর এক আলোচনার চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এ তদন্ত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত সপ্তাহে ওই হামলায় ভারতীয় নিরাপত্তাবাহিনীর সাত সদস্য ও ছয়জন হামলাকারী নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানের জঙ্গি সংগঠনকে দায়ী করে আসছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*