শুভ্র দে, চূড়াইবাড়ি, ১১ জানুয়ারী ।। সোমবার, আমবাসা থেকে ব্রডগেজ ইঞ্জিন আগরতলা হয়ে বিশালগড়ে পাড়ি দেবার পরই ৪০০৯৬ নম্বরের ইঞ্জিন সহ ৫টি বগি নিয়ে প্রথমবারের মতো রাজ্যে প্রবেশ করল ব্রডগেজের যাত্রীবাহী ট্রেন। সোমবার, বিকেল ৩টা ৪০ মিনিট নাগাদ চূড়াইবাড়ি স্টেশন স্পর্শ করে যাত্রীবাহী ব্রডগেজ ট্রেনটি। ১৩ জানুয়ারী রাজধানী আগরতলায় যাত্রীবাহী ট্রেন আসার কথা থাকলেও উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে রাজ্যবাসীর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবারই রাজ্যে প্রবেশ করেছে ব্রডগেজের যাত্রীবাহী ট্রেন। জানা যায়, যাত্রীবাহী ব্রডগেজ ট্রেনটি মঙ্গলবার সকালে আমবাসা থেকে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হবে।