১৫০টি দৃশ্য কাটতে বলল সেন্সর বোর্ড

dfhdrতারায় তারায় ডেস্ক ।। বলিউড সিনেমা ‘ক্যায়া কুল হ্যায় হাম থ্রি’র টিজার, স্টিল ইন্টারনেটে দারুণ হিট। কিন্তু ‘পর্নো-কম’টি ঘুম হারাম করে দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ডের। তাই ১৫০টি দৃশ্য কেটে ফেলার আদেশ দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বোর্ড সদস্যরা।
‘ক্যায়া কুল হ্যাম হাম থ্রি’ টিজার মুক্তিতেই সমালোচনায় পড়ে। আপত্তিকর টিজারটি প্রথম আপলোড করা হয় চল্লিশ প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে। এরপর ঘোষণা দেওয়া হয়, রেড লাইট এরিয়াতে সিনেমাটির প্রচারণা শুরুর। কয়েকবছর ধরে রক্ষণশীলতার জন্য বারবার তোপের মুখে পড়েছে ভারতীয় সেন্সর বোর্ড। তাই সিনেমাটির টিজার মুক্তির পরপরই সবাই তাকিয়ে ছিল সেদিকে। ধারণা করা হয়েছিল বড় ধরনের সংশোধনীর প্রস্তাব দেবে সেন্সর বোর্ড। কিন্তু ১৫০টি দৃশ্যে কাট বলবে ভাবতে পারেনি কেউ। বোর্ড জানিয়েছে, তাদের প্রস্তাব মতো কাজ করলে সিনেমাটি প্রাপ্তবয়স্ক সনদ পাবে! এতেই অবাক হয়েছেন অনেকে। কেউ কেউ বলছেন, এতো সংশোধনীর পর ‘ক্যায়া কুল হ্যায় হাম থ্রি’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় পরিণত হবে। ট্রেলার থেকে বোঝা যায়, ‘ক্যায়া কুল হ্যায় হাম থ্রি’তে এমন ভাষায় কৌতুক করা হয়েছে যার ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে। ইতোমধ্যে সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ‘প্রেম রতন ধন পায়ো’ নির্মাতা সুরত বারজাতিয়া। সুরজের মতে, তার নির্মিত পারিবারিক সিনেমা নিয়ে এতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে। যা কোনোভাবেই উচিত হয়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*