খেলাধুলা ডেস্ক ।। রোহিত শর্মার ১৭১ রানের অনবদ্য ইনিংসটি একেবারেই ম্লান হয়ে গেল স্টিভেন স্মিথের ১৪৯ এবং জর্জ বেইলির ১১২ রানের কাছে। শুধু সেঞ্চুরি দিয়ে সেঞ্চুরিকে টক্কর দেয়ার ব্যাপার নয়। কারণ দলটাই যে হেরে বসেছে অস্ট্রেলিয়ার কাছে। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০৯ রান করেও পার পেল না ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারেই ৫ উইকেট হারিয়ে ৩১০ রান তোলে অজিরা। তাতেই ৫ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। পার্থের ওয়াকা গ্রাউন্ডে ব্যাট করতে নেমে দলীয় ৩৬ রানেই শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে বসে ভারত। সেখান থেকে রহিত এবং বিরাট কোহলির দারুণ ব্যাটিংয়ে পাহাড়সম রান সংগ্রহ করে সফরকারীরা। দ্বিতীয় উইকেট জুটিতে এই দুজন যোগ করেন ২০৭ রান। তবে ৯৭ বলে ৯১ রান করে আউট হয়ে যান কোহলি। আর ১৬৩ বলে ১৭১ রানের অপরাজিত এক ইনিংস খেলেন রোহিত। ১৩টি চার ও সাতটি ছক্কার সাহায্যে এই রান সংগ্রহ করেন তিনি। ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থবার ১৫০ বা ততোধিক রানের ইনিংস খেললেন রোহিত। অন্যদিকে ১৮ রান করে এমএস ধোনি আউট হয়ে গেলেও রোহিতের সঙ্গে ১০ রান নিয়ে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। তাতেই ৩ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩০৯ রান সংগ্রহ করে ভারত। অজিদের হয়ে ফকনার তুলে নিয়েছেন দুটি উইকেট। আর হ্যাজেলউড নিয়েছেন ১টি উইকেট।
৩১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ৯ রানেই ফিরে যান ওপেনার অ্যারন ফিঞ্চ (৮)। আর দলীয় ২১ রানে ফিঞ্চকে অনুসরণ করেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার (৫)। দুজনকেই ফেরান অভিষিক্ত ব্রেইন্দার স্রান। এরপরেই তৃতীয় উইকেট জুটিতে অজি অধিনায়ক স্মিথ এবং বেইলি গড়েন ২৪২ রানের অসাধারণ এক জুটি। দলীয় ২৬৩ রানের মাথায় ১১২ রানে সাজঘরে ফেরেন বেইলি। ২৭৩ রানের মাথায় ৬ রান করে ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েলও। তবে দলকে ঠিকই এগিয়ে নিয়ে যান স্মিথ। যদিও ম্যাচের মাত্র ১ বল বাকি থাকতেই ১৪৯ রানে ফিরে যান স্মিথ। ১১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে অসাধারন এই ইনিংসটি খেলেন অজিদের অধিনায়ক। তবে ১২ এবং ১ রান নিয়ে অপরাজিত ছিলেন যথাক্রমে মিচেল মার্শ এবং জেমস ফকনার। তাতেই ৫ উইকেটের দারুণ এক জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এদিকে ভারতের হয়ে অভিষেক ম্যাচেই ৩টি উইকেট তুলে নিয়েছেন স্রান। আর বাকি দুটি উইকেট গেছে অশ্বিনের ঝুলিতে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে।