বেঙ্গালুরু, ২৭ সেপ্টেম্বর ।। কড়া শাস্তি তামিলনাডু মুখ্যমন্ত্রী জয়ললিতার। হিসাব বহির্ভুত সম্পত্তি রাখার দায়ে জেলে যেতে হবে আম্মাকে। তাঁকে ৪ বছরের জেল ও ১০০ কোটি টাকা জরিমানার সাজা ঘোষণা করেছে বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত।
আম্মাকে দোষী সাব্যস্ত করার খবর ছড়িয়ে পরতেই উত্তেজনা ছড়িয়েছে গোটা তামিলনাডু জুড়ে। বিভিন্ন জেয়গায় অশান্তির খবর আসতে শুরু করেছে। বেশ কিছু বাসে ভাঙচুর ও আগুন লাগিয়ে দিয়েছে AIDMK-র সমর্থকরা।
আয় বহির্ভূত সম্পত্তির মামলায় দোষী সাবস্ত্য করা হল তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে। বেঙ্গালুরুর বিশেষ আদালত দুর্নীতি সংক্রান্ত একটি ম মামলায় জয়ললিতার বিরুদ্ধে এই রায় দিয়েছে। দোষী করা হয়েছে মুখ্যমন্ত্রীর বান্ধবী শশীকলা ও আরও একজনকে।
সৌজন্যে জি নিউজ।