বাগদাদে ক্যাফেতে হামলা, নিহত ২০

bgjআন্তর্জাতিক ডেস্ক ।। ইরাকে রাজধানী বাগদাদের উত্তরপূর্বাঞ্চলের মুগদাদিয়া শহরে একটি খাবারের দোকানে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরো অর্ধশত মানুষ আহত হয়েছেন। বিস্ফোরকবোঝাই একটি গাড়ির মাধ্যমে এ হামলা করা হয় বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায়স্বীকার করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে ইসলামিক স্টেট (আইএস) বা এ ধরনের সুন্নি ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলো প্রায়ই ইরাকে হামলা চালিয়ে থাকেন। হামলার ঘটনায় বেশ কয়েকটি সুন্নি বাড়িঘর ও একটি মসজিদে বিক্ষুব্ধ শিয়ারা অগ্নিসংযোগ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*