আন্তর্জাতিক ডেস্ক ।। ইরাকে রাজধানী বাগদাদের উত্তরপূর্বাঞ্চলের মুগদাদিয়া শহরে একটি খাবারের দোকানে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরো অর্ধশত মানুষ আহত হয়েছেন। বিস্ফোরকবোঝাই একটি গাড়ির মাধ্যমে এ হামলা করা হয় বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায়স্বীকার করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে ইসলামিক স্টেট (আইএস) বা এ ধরনের সুন্নি ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলো প্রায়ই ইরাকে হামলা চালিয়ে থাকেন। হামলার ঘটনায় বেশ কয়েকটি সুন্নি বাড়িঘর ও একটি মসজিদে বিক্ষুব্ধ শিয়ারা অগ্নিসংযোগ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।