গোপাল সিং, খোয়াই, ১২ জানুয়ারী ।। খোয়াই শহরে বিগত কিছুদিন ধরে চলছে অবৈজ্ঞানিকভাবে বিদ্যুৎ সারাইয়ের কাজ। কোন প্রকার আগাম ঘোষনা ছাড়াই লাগাতর কিছু দিন ধরে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যৃন্ত চলছে একনাগারে লোডশেডিং। নাজেহাল বৈদ্যুতিক কাজে নিযুক্ত শ্রমিকরা। অথচ নিয়ম অনুযায়ী দিনের আলো থাকতেই কাজ শেষ করে দিতে হয়। অন্ধকার হওয়া সত্বেও বিদ্যুতের দেখা মিলেনি এই তিনদিন। তবে সোমবার তাজ্জব কান্ড বিদ্যুৎ নিগমের। বৈদ্যুতিক খুঁটির কাজ শেষ করার সময় খোয়াই বিদ্যুৎ দপ্তর কোন যোগাযোগ না করেই জরুরী লাইন চালু করে দেয়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ে অভিনয় কাপালি নামে এক শ্রমিক। অন্যান্য শ্রমিকদের বুদ্ধিমত্তায় প্রাণে বেঁচে যায় শ্রমিকটি। খোয়াইতে সবসময়ই এধরনের অঘটন ঘটে যায়। বেসরকারি শ্রমিকদের মধ্যে এনিয়ে ক্ষোভ দেখা দেয়। বর্তমানে আহত শ্রমিকের চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে।