নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী ।। এক ভোট শেষ হওয়ার রেশ এখনো কাটেনি ত্রিপুরার, এর মধ্যেই আরো এক ভোটের দামামা বেজে ওঠার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ত্রিপুরার ৪২-অমরপুর বিধানসভা কেন্দ্রে ভোট ১৩ ফেব্রুয়ারী। নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে। ২০ জানুয়ারী ভোটের বিজ্ঞপ্তি জারী করবে নির্বাচন কমিশন। শূন্য আসনে উপনির্বাচনের মনোনয়ন পত্র জমা দেবার শেষ তারিখ ২৮শে জানুয়ারী পর্যন্ত। ৩০ জানুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ১৩ ফেব্রুয়ারী ৪২-অমরপুর রাজ্য বিধানসভার শূন্য আসনের উপ-নির্বাচন, নির্বাচনের ফলাফল ঘোষনা করা হবে ১৬ ফেব্রুয়ারী। মঙ্গলবার, রাজ্য নির্বাচন দপ্তরের অতিরিক্ত মূখ্য নির্বাচন আধিকারিক ডি মোদক এক প্রেস রিলিজে এই সংবাদ জানান।