নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী ।। ধর্মনগরে রেল ডিভিশন স্থাপন, কৈলাশহর বিমানবন্দর সম্প্রসারনের জন্য অবিলম্বে জমি আধিগ্রহন, ফটিকরায়ে নতুন ব্লক স্থাপন সহ ২০ দফা দাবী আদায়ে বন্ধ ডাকল কংগ্রেস। আগামী ১৮ই জানুয়ারী ২০ দফা দাবী নিয়ে ধলাই, ঊনকোটি ও উত্তর ত্রিপুরা জেলায় ১২ ঘন্টার বন্ধের ঘোষণা দিলেন কংগ্রেস। মঙ্গলবার, কংগ্রেস ভবনে আহুত এক সাংবাদিক সন্মেলনে ৩টি জেলায় বন্ধের ঘোষণা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।