নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী ।। রাজ্য বিজেপি’র নবনির্বাচিত প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব-র জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য বিজেপি-র পক্ষ থেকে। সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নবজাগৃতির অন্যতম প্রাণপুরুষ ভারতপথিক স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষ্যে স্বামীজীর পাদদেশে পূস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন কেন্দ্রীয় রেল রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা, বিজেপি’র রাজ্যের দায়িত্ব প্রাপ্ত সুনীল দেওধর সহ বিজেপি’র রাজ্য নেতা নেত্রীরা। মঙ্গলবার, রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজেপি’র নবনির্বাচিত প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেবকে সংবর্ধনা দেয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি’র রাজ্যের দায়িত্ব প্রাপ্ত সুনীল দেওধর সহ বিজেপি’র রাজ্য নেতা নেত্রীরা।