স্বামী বিবেকানন্দের ১৫৩ তম পূণ্য জন্মতিথি পালন

swmনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী ।। ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের পূণ্য জন্মতিথি। আজকের দিনে সূর্যোদয়ের দু’মিনিট আগে জন্মেছিলেন এক দিব্যজ্যোতি শিশু যিনি পরবর্তীকালে বীর সন্যাসী স্বামী বিবেকানন্দ নামে পৃথিবীতে খ্যাতিলাভ করেছিলেন। ১৯৮৫ সালে ভারত সরকার ১২ জানুয়ারী দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষনা করেছিল। আবার রাষ্ট্রসংঘ ৬ বছর আগে ২০১০ সালকে বিশ্ব যুব উৎসব রূপে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এর পর যুব সমাজের স্বীকৃতি স্বরূপ যুব শক্তিকে উৎসাহিত করা, অধিকতর মর্যাদা দেওয়া, সমন্বিত করা, তাদের চরিত্র ও গুনাবলির ইতিবাচক দিকগুলোকে বিকশিত করা, গতি সঞ্চার করার লক্ষ্যে এই দিনটিতে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয বিভিন্ন স্কুল ও সংস্থার মাধ্যমে।
মঙ্গলবার, নবজাগৃতির অন্যতম প্রাণপুরুষ ভারতপথিক স্বামী বিবেকানন্দের ১৫৩তম জন্মতিথি পালন করা হয় আগরতলার বিবেক উদ্যানে। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার স্বামীজীর মূর্তির পাদদেশে পূস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। অনুষ্ঠান শুরুর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, স্বামী বিবেকানন্দ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী হিতকামানন্দজী মহারাজ সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*